সোহরাওয়ার্দী উদ্যানে যাদুঘর নির্মাণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্প বাস্তবায়নে গাছ কাটার উদ্যোগ সঠিক : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৪১:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সোহরাওয়ার্দী উদ্যানে যাদুঘর নির্মাণ ও সৌন্দর্যবর্ধণ প্রকল্প বাস্তবায়নে সরকার বাস্তব সম্মত উদ্যোগ নিয়েই এগিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একে মহল বিশেষের অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করার সমালোচনা করেন তিনি। এদিকে, ঈদের জনভোগান্তি কমাতে সড়ক ও মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানোর জন্য বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। ঈদে কর্মস্থল ত্যাগ করে অন্য জেলায় না যেতেও জনগণের প্রতি অনুরোধ জানান তিনি।
শনিবার সকালে ঢাকা সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । তিনি এসময় ঈদের আগে ও পরের দিনগুলোতে সড়ক ও মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ নজর দেয়ার নির্দেশ দেন। পাশাপাশি গণপরিবহনে করোনা সুরক্ষাবিধি মানার তাগিদ দেন তিনি।
সোহরাওয়ার্দি উদ্যানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিজড়িত স্থানে ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের প্রকল্পকে অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
এদিকে সকালে জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়। সেখানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, জিয়াউর রহমান শিশু পার্ক তৈরি করে সোহরাওয়ার্দি উদ্যানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানী হানাদারদের আত্মসমর্পণের স্মৃতিচিহ্ন মুছে ফেলেছিল, তখন কোনো পরিবেশবাদী বা বুদ্ধিজীবী বিরোধিতা করেনি।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্মের পর প্রজন্মের কাছে স্মৃতি তুলে ধরার জন্যই এক বিশাল প্রকল্প নেয়া হয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগ নেতারা।