সৌদিতে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
সৌদিতে করোনাভাইরাসের টিকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে বশির আহমদ নামে এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করেছে তারই বন্ধুরা। এ ঘটনায় ১ বাংলাদেশি সহ ২ পাকিস্তানিকে আটক করেছে পুলিশ।
নিহতের ভাই জানান, রোববার রাতে ক্যাম্প থেকে কয়েকজন শ্রমিক তাকে কোভিড টিকা দেয়ার কথা বলে রুম থেকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে দেখা মিলেনি তার। রাতে ক্যাম্পে না ফেরায় নিকটবর্তী থানায় যোগাযোগ করেন ভাই। পরে পুলিশ এক পাকিস্তানি যুবককে আটকের পর জিজ্ঞাসাবাদ করলে বশিরকে হত্যার ঘটনা স্বীকার করে সে। এক নির্জন জায়গায় নিয়ে তাকে গলা কেটে হত্যা করে তারই বন্ধুরা। টাকার লোভে বশিরকে হত্যা করেছে বলে ধারণা করছেন নিহতের ভাই।