সৌদি আরবের জেদ্দায় আগামী ৩-৬ ফেব্রুয়ারি রয়্যাল গ্রিনস গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
সৌদি আরবের জেদ্দায় আগামী ৩-৬ ফেব্রুয়ারি রয়্যাল গ্রিনস গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হবে পিআইএফ সৌদি আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট। এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। টুর্নামেন্টের প্রাইজমানি —৪৩ কোটি টাকা!
খেলায় অংশ নিতে আজ রাতেই ঢাকা ছাড়ছেন এই তারকা। এশিয়ান ট্যুরের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানির এই টুর্নামেন্টে সিদ্দিকুর ছাড়াও বিশ্বের সেরা অনেক তারকা অংশ নেবেন। টুর্নামেন্টে সুযোগ পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছে সিদ্দিকুরকে। ২৩ জানুয়ারি শেষ হওয়া এসএমবিসি সিঙ্গাপুর ওপেন টুর্নামেন্ট ছিল সৌদি ইন্টারন্যাশনাল গলফ টুর্নামেন্টের বাছাই প্রতিযোগিতা। সেখানে খেলার পরই জেদ্দায় খেলার সুযোগ এসেছে তার। বিশ্বের বড় তারকাদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সিদ্দিক।