সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছে।
বুধবার দুপুরে কাজ শেষে বাসায় ফেরার সময় জেদ্দার হাইয়াল সামির এলাকায় একটি বড় লরী ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় তাদের বহনকারী গাড়িটি। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন বাংলাদেশি । দুর্ঘটনার খবর পেয়ে সৌদি রেড ক্রিসেন্ট, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল ডিফেন্সের জরুরি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে । এদিকে,সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত আল-আমিন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলাতৈল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।পরিবারে সচ্ছলতা ফিরাতে ১১ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। আগামী ১০ ফেব্রুয়ারী তার দেশে ফেরার কথা। এরইমধ্যে তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম ।