সৌদি আরবের ভিসা থাকলেই এখন থেকে ওমরাহ পালন করা যাবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৮১ বার পড়া হয়েছে
সৌদি আরবের ভিসা থাকলেই এখন থেকে ওমরাহ পালন করা যাবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে সহজে হজ পালন নিশ্চিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়া যুবরাজ মোহাম্মদ বিন সালমানের রূপকল্প-২০৩০কে সামনে রেখে আরও পর্যটক ও দর্শনার্থী বাড়াতে চাচ্ছে সৌদি সরকার। হজ্ব মৌসুমের সঙ্গে তাল মিলিয়ে ওমরাহ পালন আরো সহজ ও উন্নত সেবা দিতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। এ ক্ষেত্রে অনুমোদিত কোম্পানি ও সংস্থার সঙ্গে ওমরাহ যাত্রীদের সরাসরি যোগাযোগ করিয়ে দিতে পারে মাকাম প্ল্যাটফর্ম। এ ওয়েবসাইটের মাধ্যমে সৌদি আরবের বাইরে থেকেও আবেদন করা যাবে। এমনকি পছন্দের পরিষেবাগুলোও এখান থেকে বাছাই করা যাবে বলে জানানো হয়েছে।