সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের কিছু এলাকায় পালিত হলো পবিত্র ঈদুল ফিতর
- আপডেট সময় : ০৮:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ চাঁদপুর, চট্টগ্রাম, মৌলভীবাজার, পাবনা ও জামালপুরের কিছু এলাকায় পালিত হলো পবিত্র ঈদুল ফিতর।
চট্টগ্রামের আনোয়ারার দুটি গ্রামসহ সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ির অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন হয়েছে। আনোয়ারার বরুমচড়া ও তৈলারদ্বীপ গ্রামে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া পার্বত্য জেলা বান্দরবনের লামা, আলীকদম, নাইক্ষ্যাংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি গ্রামে ঈদ উদযাপন হয়। মৌলভীবাজারের শতাধিক পরিবার সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ-জাতিসহ ফিলিস্তিনের মুসলমানদের জন্য মোনাজাত করা হয়। জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় মসজিদে ১৩ গ্রামের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। স্থানীয়রা জানান, মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ১৬ বছর ধরে ঈদের নামাজ আদায় করে আসছেন তারা।