সৌদি আরবে তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার করেছে হুতি বিদ্রোহীরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
সৌদি আরবের জেদ্দা শহরে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি তেলের ডিপোতে ক্ষেপণাস্ত্র হামলার করেছে হুতি বিদ্রোহীরা। তবে এ ঘটনায় এখনও প্রাণহানির কোন তথ্য পাওয়া যায়নি। শুক্রবার এ হামলার ঘটনা ঘটে।
হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া বলেন, আরামকোর স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও রাস তানুরা এবং রাবিগ শোধনাগারে ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। রিয়াদেরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে। তিনি বলেন, জেদ্দায় আরামকোর স্থাপনা এবং রিয়াদের বেশ কিছু জায়গায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া জিজান, নাজরান, রাস তানুরা ও রাবিগে বেশ কিছু ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তবে এ হামলার বিষয়ে আরামকো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।