সৌদি আরবে নারী শ্রমিকরা আর নির্যাতিত হবে না
- আপডেট সময় : ০৭:২৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
সৌদি আরবে নারী শ্রমিকরা আর নির্যাতিত হবে না বলে আশ্বস্ত করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, মালয়েশিয়াসহ ইউরোপের কয়েকটি দেশে বাংলাদেশি দক্ষ শ্রমিকদের দ্বার উন্মুক্ত হচ্ছে।
সৌদি আরবে যেনতেনভাবে নারী কর্মী পাঠিয়ে ওই দেশের এজেন্সিগুলো থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে দেশীয় এজেন্সিগুলোর বিরুদ্ধে। বৈধ পথে গিয়েও নারী শ্রমিকরা চুক্তিমাফিক নিয়োগ পাননা। শিকার হন শারীরিক ও মানসিক হয়রানির। আন্তর্জাতিক অভিবাসী দিবসের এই সংবাদ সম্মেলনে এসব সমস্যা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। মন্ত্রী বলেন, অবৈধভাবে যারা যাচ্ছেন তাদের বিষয়ে মন্ত্রণালয়ের দায় নেই। তবে বৈধদের বিষয়ে তদন্ত করে এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, নারী কর্মীদের সুরক্ষা দিতে সৌদি সরকারের সাথে চুক্তি হয়েছে। মন্ত্রী বলেন, পুরনো দেশের মধ্যে মালেয়শিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে পারে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতের বিষয়ে কোনো খবর নেই। আগামি বছরে মরিশাস, ক্রোয়েশিয়া, কম্বোডিয়া, উগান্ডা, রোমানিয়াসহ বেশ কিছু দেশে দক্ষ শ্রমিক পাঠানো শুরু হবে বলে জানান ইমরান আহমেদ।