সৌদি প্রবাসীদের জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থা স্বীকৃত সব ভ্যাকসিন অনুমোদনের চেষ্টা চলছে : স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
প্রবাসীদের জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থা স্বীকৃত যে কোন ভ্যাকসিন সৌদি আরবের অনুমোদনের জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, অনুমোদনের আগ পর্যন্ত সবাইকে এ বিষয়ে সৌদি বিধান মেনে চলতে হবে। অনেক দেশ থেকে বাংলাদেশে ভ্যাকসিন সহায়তার প্রতিশ্রুতি রয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, দেশে এখন ভ্যাকসিনের সংকট নেই। সকালে ঢাকায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
বাংলাদেশকে দেয়া সৌদি আরব সরকারের উপহার ১৫ লাখ অ্যাস্ট্রোজেনেকা ভ্যাকসিন এবং প্রায় নয় কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ আল দোহাইলি।
এ সময় রাষ্ট্রদূত এসা ইউসুফ বলেন, বন্ধুত্বের নির্দশন হিসেবে বাংলাদেশের জনগনের প্রতি এই উপহার সৌদি সরকারের।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন প্রতিদিন ১৫ লাখ টিকা প্রদান করা হচ্ছে। সৌদি প্রবাসীদের ভ্যাকসিন গ্রহনের জটিলতা দ্রুতই দুর হয়ে যাবে বলে জানান তিনি ।
করোনাকালে সৌদি আরব বিভিন্নভাবে সহযোগিতা করেছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তারা বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু।
অনুষ্ঠানে পররাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সৌদি দুতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।