সৌদি রুটে সপ্তাহে ২০টি ফ্লাইট পরিচালনা করবে বিমান : পররাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৯:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
সৌদি আরব রুটে সপ্তাহে বিমানের ২০টি ফ্লাইট পরিচালিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তাই সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে যাদের আকামার মেয়াদ নেই, তাদের ব্যাপারে সৌদি নিয়োগ কর্তার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ। দুপুরে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়ার ঢাকাস্থ প্রতিনিধিদের সাথে বৈঠকের পর এসব কথা বলেন তারা।
ভিসা ও আকামা মেয়াদের শেষ দিনে একটি টিকেটের আশায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সামনে জড়ো হন প্রবাসিরা। ফ্লাইট সংকটের কারণে বেধে দেয়া সময়ের মধ্যে কর্মস্থলে ফিরতে না পেরে অনেকেই জানান হতাশার কথা।
প্রবাসীদের এই সংকট প্রসঙ্গ ওঠে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি বিমান চলাচলের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে। বিমান সচিব জানান, সৌদিতে যাদের আকামার মেয়াদ রয়েছে, তারা সবাই বিমানের টিকেট পাবেন।
অন্যদিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ৭ দেশের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রী।
পররাষ্ট্রমন্ত্রী জানান, ১ অক্টোবর থেকেই ফ্লাইটের সমস্যা আর থাকছে না।
অন্যদিকে ভিসা দেয়া ও আকামা বাড়ানোর বিষয়টি নিয়োগ কর্তার ওপর নির্ভর করবে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমদ আল-সাবাহ ইন্তেকাল করায় দেশটির কোন প্রতিনিধি আলোচনা সভায় যোগ দেননি।