দেশের প্রথম বাণিজ্যিক সৌরবিদ্যুৎ কেন্দ্র হতে যাচ্ছে কুড়িগ্রামে
- আপডেট সময় : ০২:১০:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ১৯২২ বার পড়া হয়েছে
দেশের প্রথম বাণিজ্যিক সৌরবিদ্যুৎ কেন্দ্র হতে যাচ্ছে কুড়িগ্রামে। কৃষককে ভূমিহীন না করেই স্থাপন করা হবে বিদ্যুৎ কেন্দ্র। কৃষক পাবে ফসল উৎপাদনের সুযোগ। কৃষকের মতে, ছায়া ফসল উৎপাদনের মাধ্যমে তারা যেমন লাভবান হবেন, তেমনি তৈরি হবে নতুন কর্মসংস্থান। সৌরবিদ্যুৎ উৎপাদনের পর তা জাতীয় গ্রীডে যুক্ত করা হবে বলে জানালেন কেন্দ্রের প্রকৌশলীরা।
কুড়িগ্রাম জেলার সোনাইকাজিরচর গ্রামে প্রায় ১৪০ একর জমির উপর নির্মাণ করা হবে সোলারবিদ্যুৎ পাওয়া প্লান্ট। এর আগে দেশে স্থানীয় প্রয়োজনে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলেও, কুড়িগ্রামের ধরলায় হতে যাচ্ছে দেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র।
কৃষককে ভূমিহীন না করে, ফসল উৎপাদনের সুযোগ রেখেই প্রতি একর জমি অধিগ্রহণে দেয়া হবে ৭ হাজার টাকা। বিদ্যৎকেন্দ্র নির্মাণে ২৭ বছরের জন্য ১৪০ একর জমি লীজ নিয়েছে এমিগ্রীন এনার্জি লিমিটেড। চীন-বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত হবে এই বিদ্যুৎকেন্দ্র।
নাল বা কম উৎপাদনশীল জমিতে ফসল উৎপাদন অব্যাহত রেখে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করলে লাভবান হবেন কৃষক। ফসল উৎপাদনের পাশাপাশি জমির ভাড়াও পাবেন তারা।
এমিগ্রীন এনার্জি লিমিটেড উপ-সহকারী প্রকোশলী তারেক রহমান জানান, দেশের বাইরে থেকে বীজ এনে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে ফসল উৎপাদন করা হবে। সিরাজগঞ্জে পাইলট প্রকল্পের সাফল্যের পর, কুড়িগ্রামের স্থাপন করা হচ্ছে বাণিজ্যিক সৌরবিদ্যুৎ কেন্দ্র।