স্কুলছাত্র আবরার হত্যা মামলায় প্রথম আলোর সম্পাদক-সহ ৯ আসামির বিচার শুরু
- আপডেট সময় : ০৯:১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
স্কুলছাত্র নাইমুল আবরার হত্যা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। আদেশে ১৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করা হয়। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ এই আদেশ দেন। এসময় কিশোর আলোর সম্পাদক আনিসুল হক কে মামলা থেকে অব্যাহতি দেয় হয়। তবে আদেশে অসন্তোষ প্রকাশ করে আপিলের বিষয়টি নিয়ে ভাবছেন বলেও জানান উভয়পক্ষের আইনজীবীরা।
ঢাকা রেসিডেসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় মারা যান ৯ম শ্রেনীর শিক্ষার্থী নাইমুল আবরার। গেল বছর ১ নভেম্বর ঘটে যাওয়া ওই দুর্ঘটনাকে অবহেলা জনিতহত্যা দাবী করে আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।
ওই বছর ৬ নভেম্বর প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলো সম্পাদক আনিসুল হকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন আবরারের বাবা মজিবুর রহমান। বৃহস্পতিবার আলোচিত এই মামলার অভিযোগ গঠনের শুনানিতে উপস্থিত হন অভিযুক্ত সব আসামী।
উভয়পক্ষের আইনজীবীদের শুনানি শেষে ১৪ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করে বিচার শুরু আদেশ দেয় আদালত।
তবে বিচারিক আদালতের এই আদেশের খুশী হতে পারেনি কোন পক্ষই। কেন এই অসন্তুষ্টি, সেই যুক্তিও তুলে ধরেন আইনজীবীরা।
আদালতের আদেশ অনুযায়ী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসেই শুরু হবে আলোচিত এই মামলার সাক্ষ্য গ্রহণের আনুষ্ঠানিকতা।