স্কুল ছাত্রী সুমাইয়া হত্যা রহস্য উন্মোচন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় স্কুল ছাত্রী সুমাইয়া হত্যা রহস্য উন্মোচন করেছে রেব-১২ ও সিপিসি-৩।
রেব-১২ ও সিপিসি-৩ এর কমান্ডার লে.কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর থেকেই রেবের গোয়েন্দা টীম তদন্ত করে জানতে পারে মনির নামে এক বখাটে ছেলের সাথে সুমাইয়ার প্রেমের সম্পর্ক ছিল। এই তথ্যের সূত্র ধরে ছেলেটির পরিচয় বের করে এবং হত্যার সাথে কোন সংশ্লিষ্টতা আছে কি না অনুসন্ধান করতে থাকে। মনিরের ঘনিষ্ঠ বন্ধুদের জিজ্ঞাসাবাদে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে হত্যাকান্ডের রহস্য। মনিরের বন্ধুর মোবাইলের ছবি ও ভিডিও এর সূত্রধরে বিভিন্ন তথ্যের সন্নিবেশ ঘটিয়ে হত্যা রহস্য উদঘাটন করা হয়।