স্কোয়াশ রেকেটস ফেডারেশনের একটি প্রতিনিধি দলের এসএটিভি পরিদর্শন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশনের একটি প্রতিনিধি দল এসএটিভি পরিদর্শন করেছেন।ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম প্রতিনিধি দলে নেতৃত্ব দেন।
দুপুরে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময়ে অংশ নেন তারা। এসময় পারস্পরিক সহযোগিতার ব্যাপারে মতামত তুলে ধরা হয়। এসএটিভির নির্বাহী পরিচালক রাশেদ কাঞ্চন, বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশনের কোচ মোহসেন জাবিদসহ প্রতিষ্ঠান দু’টির কর্মকর্তারা মতবিনিময় করেন। মতিবিনিময় শেষে এসএটিভির নির্বাহী পরিচালকের হাতে সৌজন্য সম্মাননা তুলে দেন বাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশনের জেনারেল সেক্রটারি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিএম কামরুল ইসলাম। পরে, এসএটিভির স্টুডিওসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা।