স্ত্রীর রহস্যজনক মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ হেফাজতে স্বামীর মৃত্যু
- আপডেট সময় : ০৫:২৭:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
মায়ের রহস্যজনক মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যেই থানায় পুলিশ হেফাজতে অস্বাভাবিক মৃত্যু হলো বাবার। এতে লালমনিরহাটের স্কুল পড়ুয়া দুই শিশুকন্যার জীবনে দেখা দিয়েছে অনিশ্চয়তা। মা-বাবা ছাড়া পৃথিবীতে তাদের চারপাশে এখন শুধুই অন্ধকার। এসব শুনে শিশুদুটির সব দায়িত্ব নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
গত ৬ জানুয়ারি সকালে হাতীবান্ধার পূর্ব কদমা মালদাপাড়া গ্রামের বাড়ি থেকে প্রথমে সাবিত্রী রানীর মরদেহ উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হিমাংশু রায়কে আটক করে থানায় রাখলে সেখানেই অস্বাভাবিক মৃত্যু হয় তার। একইদিনে মা-বাবা হারিয়ে এতিম হয়ে যায় দুই
কন্যাশিশু পিংকী ও পিয়াসী। গণমাধ্যমে শিশুদের এ অবস্থার কথা জানার পর লেখাপড়ার দায়িত্ব নেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ সদস্য জিএম কাদের। গতকাল লালমনিরহাট প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জি এম কাদেরের পক্ষে এ ঘোষণা দেন জেলা জাতীয় পার্টির সদস্যসচিব জাহিদ হাসান।
প্রতি মাসে সহায়তার এই অর্থ শিশুদুটির কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি।
মুঠোফোনে পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, রাজনীতি মানে দেশের মানুষের সেবা করা। আজীবন দেশ ও জনগণের সেবা করতে চান তিনি।
জাপা চেয়ারম্যানের এমন সহযোগিতায় নতুন ভাবে বাচার স্বপ্ন দেখছেন বাবা-মা হারানো অনাথ ওই দুইশিশু।