স্ত্রী ও দুই কন্যা সন্তানকে হত্যার অভিযোগে রুবেল আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
পারিবারিক কলহের জেরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার আঙ্গুরপাড়া গ্রামে স্ত্রী ও দুই কন্যা সন্তানকে হত্যার অভিযোগে আসাদুজ্জামান রুবেলকে আটক করেছে পুলিশ।
ঋণগ্রস্ত রুবেলের সঙ্গে তার স্ত্রী লাভলীর বিরোধ চলছিলো অনেকদিন ধরে। এর জেরেই রোববার ভোরে ধারাল অস্ত্র দিয়ে প্রথমে স্ত্রীকে গলাকেটে হত্যা করে অভিযুক্ত দন্ত চিকিৎসক রুবেল। বিষয়টি দুই মেয়ে দেখে ফেলায় তাদেরও হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। হতাশা ও কলহের কারণেই হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন রুবেল জানালেন মানিকগঞ্জ শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী। রুবেলের ফাঁসির দাবি জানিয়েছে এলাকাবাসী ও স্বজনরা।