স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি কার্যকর
- আপডেট সময় : ১২:৪০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে আব্দুল হক নামে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত এক কয়েদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
গেল রাত ১২ টা ১ মিনিটে তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুরের ভক্তিপুর গ্রামে। বিষয়টি নিশ্চিত করে জেলসুপার মোকাম্মেল হোসেন জানান, রাজশাহী কেন্দ্রীয় কারাগার হতে নিয়ে আসা যাবৎজীবন দণ্ডাদেশপ্রাপ্ত অহিদুল ইসলাম জল্লাদ হিসাবে দায়িত্ব পালন করে ।জেল সূত্রে জানা যায়, ২০০২ সালে রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত স্ত্রী বেলি বেগম কে হত্যার একটি মামলায় গেল ২০০৭ সালে ৩মে আদালত মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে। পরে মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপিল করলে মহামান্য আদালত তার মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে। পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতির নিকট ক্ষমা প্রার্থনা করলে তা চলতি বছরের ১৮মে নামঞ্জুর হলে কারাবিধি অনুযায়ী তার মৃত্যুদন্ড কার্যকর করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইজি প্রিজন আলতাফ হোসেন, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাক্তার আব্দুল কুদ্দুস সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য দিনাজপুর জেলা কারাগারে বর্তমানে হাজতির সংখ্যা ১ হাজার ২০ জন। এরমধ্যে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হাজতির সংখ্যা ৫৫ জন।