স্থগিত করা আফগানিস্তানের ট্রাস্ট তহবিল থেকে এক বিলিয়ন ডলার দেশটিকে দেয়ার ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৮:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
স্থগিত করা আফগানিস্তানের ট্রাস্ট তহবিল থেকে এক বিলিয়ন ডলার দেশটিকে দেয়ার ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক। জরুরিভাবে প্রয়োজনীয় শিক্ষা, কৃষি, স্বাস্থ্য এবং পারিবারিক কর্মসূচিতে এই অর্থ ব্যবহার করা হবে।
এর অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের নির্বাহী বোর্ড। জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক সাহায্য গোষ্ঠীর মাধ্যমে এই তহবিলের অর্থ বিতরণ করা হবে। তালেবান কর্তৃপক্ষ সরাসরি তহবিল হাতে পাবে না। স্থগিত অর্থ ছাড়ের ফলে আফগানিস্তানের ক্রমবর্ধমান মানবিক ও অর্থনৈতিক সঙ্কট কিছুটা হলেও কমবে। প্রয়োজনীয় মৌলিক পরিষেবা সরবরাহে সহায়তা, দুর্বল আফগানদের রক্ষা, অর্থনৈতিক ও সামাজিক পরিষেবাগুলো সংরক্ষণে সহায়তা করাই এর লক্ষ।