স্থল এবং আকাশ পথে চলবে এমনই গাড়ি নিয়ে আসছে স্লোভাকিয়ার ক্লেইন ভিশন
- আপডেট সময় : ০৯:২৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২
- / ১৬১৩ বার পড়া হয়েছে
স্থল এবং আকাশ পথে চলবে এমনই গাড়ি নিয়ে আসছে স্লোভাকিয়ার হাইব্রিড গাড়িনির্মাতা ক্লেইন ভিশন। ‘এয়ারকার’ নামে এ যানটি রাস্তায় চলার পাশাপাশি উড়বে আকাশেও। গ্যাস জ্বালানিতে চলবে গাড়িটি। আকাশ ছুঁতে না পারলেও সর্বোচ্চ ১৮ হাজার ফুট পর্যন্ত উড়তে পারবে এয়ারকার।
রাস্তায় চলতে গিয়ে ঘন্টার পর ঘন্টার জ্যামে বসে আছেন। বিরক্ত হয় মনে হতেই পারে, যদি পাখা থাকতো।
খুব শীঘ্রই সেই স্বপ্ন এবার সত্যি হতে যাচ্ছে। স্লোভাকিয়ার হাইব্রিড গাড়ি নির্মাতা ক্লেইন ভিশনের গাড়ি উড়াল দেবে আকাশে। তারই অনুমতি দিয়েছে দেশটির পরিবহন সংস্থা।
সুইচ টিপে দিলে তিন মিনিটেরও কম সময়ে পাখা মেলে উড়ান দিতে প্রস্তুত হবে বাহনটি।
এয়ারওর্দিনেস-এর সনদ পেতে পরীক্ষামূলক ৭০ ঘন্টা বাহনটিকে উড়তে হয়েছে আকাশে। স্লোভাক পরিবহন কর্তৃপক্ষের ঘোষণায় টেকঅফ-ল্যান্ডিং করতে হয়েছে ২শ’ বারেরও বেশি।
আকাশে ওড়ার জন্য মাত্র ৩শ’ মিটার রানওয়ে দরকার নতুন এই যানটির। ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে যেতে পারে এক হাজার কিলোমিটার পর্যন্ত। গ্যাস জ্বালানিতেই চলে এয়ারকার। আকাশ ছুঁতে না পারলেও সর্বোচ্চ ১৮ হাজার ফুট পর্যন্ত উড়ানে পারদর্শী এটি।
তবে বিপত্তিও আছে সাধারণ ড্রাইভার এ গাড়ি চালাতে পারবেন না। হাইব্রিড গাড়িকে এয়ারক্রাফট বানাতে ওই ড্রাইভারের থাকতে হবে পাইলটের লাইসেন্স। এমনটাই বলছে নির্মাণ প্রতিষ্ঠান ক্লেইন ভিশন। আগামী এক বছরের মধ্যেই বাহনিটি বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার কথা। অবশ্য বাণিজ্যিকভাবে কাজ শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সির অনুমোদন পেতে হবে।
উড়ন্ত গাড়ির প্রদর্শনী বিশ্বে এটিই প্রথম নয়। ২০১৮ সালে ড্রোনের মতো দেখতে একটি ফ্লায়িং-ট্যাক্সির প্রোটোটাইপ সামনে এনেছিল উবার। নেদারল্যান্ডসভিত্তিক কোম্পানি পিএএল-ভি প্রায় একই ধরনের একটি উড়ন্ত গাড়ি তৈরি করেছে। তবে এখনো চূড়ান্ত সম্মতির ধাপ পার হতে পারেনি তারা। এছাড়া যুক্তরাষ্ট্রেও টেরাফিউজিয়া নামে একটি প্রতিষ্ঠানের উড়ন্ত গাড়ি এয়ারওর্দিনেস সনদ পেয়েছে।