স্থানীয়সহ সব নির্বাচনেই সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দেবে আ’লীগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
আসন্ন দ্বিতীয় ধাপের ইউপি ও পৌর নির্বাচন এবং সংসদের উপ-নির্বাচন নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা হয়েছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা হয়।
এসময় ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও শূন্য হওয়া সংসদীয় এলাকার উপ-নির্বাচনের মনোনীত প্রার্থীদের চূড়ান্ত তালিকা নিয়ে আলোচনা হয়। বরাবরের মতো এবারও দলের সৎ ও যোগ্য প্রার্থীদের আওয়ামী লীগ মনোনয়ন দেবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করেন দলের সভাপতি। সভায় সিরাজগঞ্জ-৬ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয় দলের কার্যনির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতাকে। এছাড়া, একই সময় ১০ পৌরসভা ও দুই উপজেলায় আওয়ামী লীগের মনোনয়নও চূড়ান্ত করা হয়।