স্থাপনা নির্মাণের আগে ভূ-তাত্ত্বিক জরিপের পরামর্শ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
- আপডেট সময় : ০২:১৬:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
- / ১৬০৮ বার পড়া হয়েছে
আপরিকল্পিত নগরায়নের ফলে বাংলাদেশ বেশি ক্ষতির সম্মুখিন বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। জলবায়ুর হুমকি মোকাবিলায় আগামীতে স্থাপনা নির্মাণের আগে ভূ-তাত্বিক জরিপ করে নিতে হবে।
সকালে রাজধানীতে এক সেমিনারে এসব কথা বলেন নসরুল হামিদ। জরবায়ু পরিবর্তনে টেকসই নগরায়ন ও উন্নয়ন পরিকল্পনায় ভূ-বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ব্যবহার করে নিরাপদ স্থাপনা নির্মাণের আহবান জানান আলোচকরা।
জলবায়ু পরিবর্তনে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে ঘনবসতিপূর্ণ বাংলাদেশ। বিশ্বব্যাংকের তথ্য বলছে, ২০২১ সালে বাংলাদেশের জনসংখ্যার ৩৯ শতাংশ নগরে বসবাস করে।
ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে অপরিকল্পিত নগরায়ন হচ্ছে। এই ধরনের নগরায়ন দীর্ঘ মেয়াদে দেশের আর্থ সামাজিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়।
এমন বাস্তবতায় নগর পরিকল্পনা এবং জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজনের জন্য ভূ তথ্য-শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ-জার্মান প্রযুক্তিগত সহযোগিতা প্রকল্প।
সেমিনারে আলোচকরা জরবায়ু পরিবর্তন সহিষ্ণ টেকসই নগরায়ন ও উন্নয়নে ভূ-বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত ব্যবহার করে নিরাপদ স্থাপনা নির্মানের আহবান জানান।
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশের সঙ্গে একসাথে কাজ করার কথা জানান জার্মান রাষ্ট্রূত।
প্রধান অতিথি বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, জলবায়ুর হুমকি মোকাবিলায় ভবিষ্যতে কোনো স্থাপনা নির্মানে ভূ-তাত্ত্বিক জরিপ বিভাগের পরিকল্পনা অনুযায়ী করতে হবে।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তনে ক্ষতির সম্মুখিন বেশি জানিয়ে এ অভিঘাত মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান নসরুল হামিদ।