স্পেনের পালমা দ্বীপে অগ্নুৎপাতের ঘটনায় এলাকা ছেড়েপালাচ্ছে মানুষ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
স্পেনের পালমা দ্বীপে অগ্নুৎপাতের ঘটনায় পালাচ্ছে মানুষ। প্রায় দু’মাস ধরে অব্যাহত রয়েছে স্পেনের লা-পালমা দ্বীপের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। জীবন বাঁচাতে এখন এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন স্থানীয় অধিবাসীরা।
আগুনের তীব্রতার কারণে আটলান্টিক মহাসাগরের কাছাকাছি প্রায় ২০ হাজার একরের বেশি এলাকাজুড়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে শত শত বাড়িঘর ও স্থাপনা। বিশ্লেষকরা বলছেন, লাভা, দূষিত কণা ও ছাইয়ের কারণে লা-পালমা দ্বীপের যে ভূ-প্রাকৃতিক পরিবর্তন হচ্ছে, তাতে অগ্ন্যুৎপাত থেমে গেলেও দীর্ঘদিন এর নেতিবাচক প্রভাব রয়ে যাবে। এদিকে, প্রশাসনের পক্ষ থেকে শুধু নিরাপত্তা বাহিনীর সদস্য ও গবেষক ছাড়া ওই অঞ্চলে অন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।