স্পেন থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে
- আপডেট সময় : ১২:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
স্পেন থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারীকে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হবে। অভিবাসী দিবসের অনুষ্ঠানে জানালেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ।
মাদ্রিদের একটি হলরুমে আয়োজিত বাংলাদেশি মালিকানাধীন ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘ঢাকা ফ্রুতাস’-এর ১৬ বছর পূর্তি উপলক্ষে মিলন মেলায় এ কথা জানান তিনি। এসময় তিনি আরো বলেন স্পেনে প্রবাসী বাংলাদেশিরা অর্থনৈতিক সাফল্যে কেবল নিজেরাই লাভবান হচ্ছেন না, পাশাপাশি দেশে নিজেদের পরিবার ও বাংলাদেশের উন্নয়নেও ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘ঢাকা ফ্রুতাস’-এর কর্ণধার আল আমিন মিয়া, বাংলাদেশ দূতাবাসের প্রধান আব্দুর রউফ মন্ডল, কমিউনিটি নেতা খোররশেদ আলম মজুমদার, সভাপতি আল মামুন, জামাল উদ্দিন মনির, কাজী এনায়েতুল করিম তারেক, কামরুজ্জামান সুন্দর, নূর হোসেন পাটোয়ারী, মিল্টন ভূইয়া কচিসহ অনন্যারা প্রবাসীরা । বাংলাদেশি মালিকানাধীন ফলমূলের প্রতিষ্ঠান ‘ঢাকা ফ্রুতাস’ এর ৬০টি শাখায় ২৭০ জন কর্মকর্তা কর্মচারি নিয়োজিত রয়েছে। ২০২১সালে স্থানীয় একটি জরিপে মাদ্রিদে ফলমূলের বৃহৎ প্রতিষ্ঠান হিসেবে ‘ঢাকা ফ্রুতাস’ তৃতীয় স্থান অর্জন করে । পরে ড্র এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় ।