স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে বার্সেলোনা। সান সেবাস্তিয়ানে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে কাতালান ক্লাবটি।
প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণে আসে বার্সা। এগিয়ে যায় ১১ মিনিটেই। ফেরান তোরেসের বাড়িয়ে দেয়া বলে হেডে গোল করেন পিয়েরে এমেরিক অবেমেয়াং। তবে এরপর আর সুবিধা করতে পারেনি জাভি হার্নান্দেজের শীষ্যরা। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সা। বিরতির পর চমক দেখায় সোসিয়াদ। একের পর এক আক্রমণে কোনঠাসা হয়ে পড়ে বার্সা। তবে বার্সা গোলরক্ষক টের স্টেগেনের দৃঢ়তায় রক্ষা পায় দল। বাকি সময়ে আর গোল না হলে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা। এই জয়ে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেছে বার্সা। আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ খেলার যোগ্যতা অর্জনে সেরা চারে থাকা এখন অনেকটাই নিশ্চিত।