স্প্যানিশ লা লিগায় ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রাত সাড়ে ১১টায় বার্সেলোনার প্রতিপক্ষ রিয়াল ভায়াদোলিদ আর রাত ২টায় এস্পানিওলের আতিথ্য নেবে লস ব্লাঙ্কোসরা।
ভায়োদোলিদের বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে বার্সা। ২০১৪ সালে শেষবার ভায়াদোলিদের কাছে হেরেছিল কাতালান জায়ান্টরা। শেষ ১৫ দেখায় ১৪ জয় জাভির দলের। এই ম্যাচে বার্সার জার্সিতে অভিষেক হতে পারে ডিফেন্ডার জুল কুন্দের। নিষেধাজ্ঞা শেষে একাদশে ফিরতে পারেন বুস্কেটস। এদিকে, শেষ দেখায় এস্পানিওলকে ৪-০ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেও আত্মবিশ্বাসী বর্তমান চ্যাম্পিয়নরা। ইনজুরি থেকে ফিরে অনুশীলন করেছেন মিডফিল্ডার টনি ক্রুজ ও ফরোয়ার্ড রদ্রিগো। পূর্ন শক্তির দল নিয়েই খেলবে লস ব্লাঙ্কোসরা।