স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:১০ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ মোলার্কো। নূ-ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
লিগ শিরোপা দৌড় থেকে ছিটকে গেছে অনেক আগেই। জাভি হার্নানদেজের শিষ্যদের লড়াইটা এখন লীগে শীর্ষ তিনে টিকে থাকা। ৩৩ রাউন্ড শেষে ৬৩ পয়েন্ট নিয়ে লীগে তিন নম্বরে বার্সা। আর এক ম্যাচ বেশি খেলে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া। এছাড়া সমান ম্যচে ৬১ পয়েন্ট নিয়ে চারে এটলেটিকো মাদ্রিদ। তাই এ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না কাতালানরা। তবে ইতিহাসে প্রথমবারের মতো ঘরের মাঠে টানা তিন হারে কোণটাসা জাভি হার্নেন্দাজের শিষ্যরা। তাই এ ম্যাচে কিছুটা চাপেই থাকবে তারা। ইনজুরির কারণে এ ম্যাচে অনিশ্চিত দুই বার্সা তারকা- জেরার্ড পিকে ও উসমান দেম্বেলে। তবে ইনজুরি কাটিয়ে ম্যাচে ফিরতে প্রস্তুত বার্সা স্ট্রাইকার আনসু ফাতি।