স্প্যানিশ লা-লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ এলচে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়।
লিগে দারুন সময় পার করছে বার্সেলোনা। ড্র দিয়ে লিগ শুরু করলেও এর পর টানা চার ম্যাচে জয় তুলে নিয়েছে জাভি হার্নান্দেজের শিষ্যরা। তবে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ ম্যাচে বায়ার্নের কাছে হেরে কিছুটা চাপে কাতালান ক্লাবটি। তাই এ ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় দল। ফলে প্রতিপক্ষ সহজ হলেও পূর্ন শক্তির দল নিয়েই মাঠে নামবে বার্সা। পাঁচ ম্যাচে চার জয় আর এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে কাতালান ক্লাবটি। আর সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।