স্প্যানিশ লা-লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা-লিগায় রাতে মাঠে নামবে বার্সেলোনা। মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ রায়ো ভায়োকানো। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
গেল মৌসুমটা ভাল কাটেনি বার্সার। দলের সব থেকে বড় তারকা লিওনেল মেসি চলে যাওয়ার পর শিরোপাহীন একটি মৌসুম কাটিয়েছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগ ও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে নেমে যায় ইউরোপা লিগে। তবে, নতুন মৌসুমে নতুন দল নিয়ে দারুণ উজ্জীবিত বার্সা। নানা অর্থনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে দলে ভিড়িয়েছেন রবার্ট লেভানডফস্কি ও জুলস কুন্ডের মতো তারকা খেলোয়াড়দের। নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করতে আত্মবিশ্বাসী বার্সা-বস জাভি হার্নান্দেজ। তাই প্রতিপক্ষ সহজ হলেও পুর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে বার্সেলোনা।