জনগণের কাছে স্বচ্ছ ও গ্রহণযোগ্য হলেই নির্বাচনে সফলতা আসবে : কাজী হাবিবুল আউয়াল
- আপডেট সময় : ০১:২১:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৭২৮ বার পড়া হয়েছে
জনগণের কাছে স্বচ্ছ ও গ্রহণযোগ্য হলেই নির্বাচনে সফলতা আসবে। কে অংশ নিলে না নিলো তা বড় বিষয় নয়। দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ মাঠ প্রশাসনের কর্তা ব্যক্তিদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনের সময় এই মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
দলীয় চিন্তাভাবনার উর্ধে উঠে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। নির্বাচন প্রষিক্ষণ ইনস্টিটিউটে প্রথম ধাপে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা অংশ নিচ্ছেন। দুইদিন ব্যাপী প্রশিক্ষণে নির্বাচনী আইন বিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হবে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাদের। এই ধাপে ১১৫ জন করামকর্তা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনারও বক্তব্য রাখেন।