স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ ভোট স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ১৯০৮ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা
পর্যন্ত। ভোট হচ্ছে ২৯৯ আসনে। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট স্থগিত করা হয়।
সারা দেশের ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। সব আসনেই ব্যালটে ভোটগ্রহণ হচ্ছে। প্রতিদ্বন্দিতা করছেন ১ হাজার ৯৭০ প্রার্থী। এর মধ্যে ১ হাজার ৫৩৪ জন ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী; বাকি ৪৩৬ জন স্বতন্ত্র। সবচেয়ে বেশি ২৬৬ জন প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। ২৬৫ প্রার্থী দিয়েছে জাতীয় পার্টি। আর তৃতীয় সর্বোচ্চ ১৩৫ প্রার্থী রয়েছেন তৃণমূল বিএনপির।এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির ১২২, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ৫৬
জন।