স্বপ্ন-তে শুরু হয়েছে ঐতিহ্যবাহী জামাই মেলা!
- আপডেট সময় : ০৪:৩১:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭০৫ বার পড়া হয়েছে
জামাই মেলা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর এই সময়েবাংলাদেশের গাজীপুর, সিলেট, জামালপুর, বগুড়াসহ অনেক অঞ্চলে এইমেলা অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত বিয়ের উৎসবকে সামনে রেখে এই মেলারআয়োজন করা হয়, এছাড়াও এই সময় বড় মাছের সরবরাহ বেড়ে যায়।মেলা থেকে বড় বড় মাছ কিনে, সেই মাছ জামাইকে খাওয়ানো হয়।
বাংলার ইতিহ্যবাহী এই মেলার আদলে এবার জামাই মেলার আয়োজনকরছে দেশের সবচেয়ে বড় সুপারশপ ব্র্যান্ড স্বপ্ন। মূলত ক্রেতা সাধারণকেজামাই মেলা উৎসবের এই আনন্দের সাথে পরিচয় করে দিতেই স্বপ্ন মূলতএই মেলার আয়োজন করেছে এই বছর।
বড় সাইজের রুই, কাতল, চিতল, আইড়, কোরাল, পাঙ্গাশ ছাড়াও বেশকিছু বড় মাছ পাওয়া যাবে এই মেলায়। দু সপ্তাহব্যাপী এই মেলায় বড় বড়সাইজের সব মাছের আয়োজন থাকবে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়ারনির্দিষ্ট ৪৮ টি স্বপ্ন আউটলেটে।
‘জামাই মেলা’ নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বড় বড় মাছের ছবি।নদীর বড় বড় বাঘাইর, আইড়, বোয়াল, কাতলা, পাঙ্গাস, সামুদ্রিক টুনা, ম্যাকরেল ইত্যাদি মাছের সংগ্রহ থাকছে স্বপ্ন–তে। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি, মিরপুরসহ স্বপ্ন‘র মোট ৪৮টি আউটলেটে ১৬ থেকে ২৯ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে ।