আবারও লাখের কাছাকাছি পৌঁছেছে স্বর্ণের দাম
- আপডেট সময় : ০৩:৪৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
আবারও লাখের কাছাকাছি পৌঁছেছে স্বর্ণের দাম। সপ্তাহ ব্যবধানে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৯৯ হাজার ৩৭৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বুধবার ১১ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে।নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ৯৯ হাজার ৩৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৯৪ হাজার ৮২৮ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৮৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৬৭ হাজার ৭৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।এর আগে ৪ অক্টোবর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস।
সে সময় ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৭ হাজার ৪৪ টাকা, ২১ ক্যারেট ৯২ হাজার ৬১২ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৬৬ হাজার ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। এ দাম কার্যকর হয় ৫ অক্টোবর থেকে।তার তিনদিন আগে ৩০ সেপ্টেম্বরও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের স্বর্ণের ভরি নির্ধারণ করা ৯৮ হাজার ২১০ টাকা।