স্বল্প উন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে স্থান পেয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
নিম্ন মধ্য আয়ের দেশে উন্নিত হয়েছে, স্বল্প উন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে স্থান পেয়েছে। এমন মন্তব্য করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
বিকালে বিএমডিএফ ও নোয়াখালী পৌরসভার যৌথ অর্থায়নে নির্মিত সোনাপুর পৌর বাস টার্মিনাল, সুপার মার্কেট ও কিচেন মার্কেটের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নোয়াখালী পৌরসভা ভবনের বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম কচি কনভেনশন হলে প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ তিনটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেলের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএমডিএফ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাসিনুর রহমান, জেলা প্রশাসক খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. আলমগীর হোসেনসহ অনেকে।