স্বস্তির বৃষ্টির পর তীব্র তাপদাহে পুনরায় বিপর্যস্ত পঞ্চগড়
- আপডেট সময় : ১০:৫৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
- / ১৬৬১ বার পড়া হয়েছে
স্বস্তির বৃষ্টির পর তীব্র তাপদাহে পুনরায় বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের সাধারণ মানুষ। ঠান্ডা-গরমে অভিযোজন করতে না পেরে বেড়েছে জ্বর, স্বর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট রোগির সংখ্যা। একই কারণে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। পঞ্চগড় প্রতিনিধি কামরুজ্জামান টুটুলের প্রতিবেদন।
পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে বেড়েছে শিশু ও বৃদ্ধরা রোগীর সংখ্যা। রোগির চাপ বেড়েছে বর্হিবিভাগেও। একজন চিকিৎসক প্রতিদিন ২’শ ৫০ থেকে ৩০০ রোগির চিকিৎসা সেবা দিচ্ছে। হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকেরা বলছেন, পর্যাপ্ত চিকিৎসক না থাকায় বাড়তি রোগির চিকিৎসা সেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনেরা বলছেন,অন্তঃবিভাগে শয্যা না পেয়ে দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের। হাসপাতালে কর্মরত সেবিকারা বলছেন, গত কয়েকদিনে আসা বাড়তি রোগির চাপ সামলাতে তারা হিমশিম খাচ্ছেন।
আর হাসপাতালের চিকিসকেরা বলছেন, প্রতিদিন বর্হিবিভাগে গড়ে একজন চিকিৎসককে আড়াই থেকে তিনশ রোগিকে চিকিৎসা সেবা দিতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসকের ৩৭ টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১২ জন।