স্বস্তি ফিরতে শুরু করেছে রাজধানীর ভোগ্যপণ্যের বাজারে
- আপডেট সময় : ০৪:৪৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
রাজধানীর ভোগ্যপণ্যের বাজারে গত সপ্তাহের তুলনায় কিছুটা স্বস্তি ফিরেছে । তবে, ক্রেতারা বলছেন, কয়েকটি পণ্যের দাম সামান্য কমলেও এখনো বাড়তি বেশিরভাগ নিত্যপণ্যের দাম। বাজারে এমন অস্থিতিশীলতায় ক্ষোভ প্রকাশ করছেন তারা। এদিকে, বিক্রেতারা বলছেন, গেল সপ্তাহের তুলনায় কমতে শুরু করেছে ভোগ্যপণ্যের দাম।
অস্থির নিত্যপণ্যের বাজারে রমজানের শুরুতেই দাম বাড়ে আরেক দফা। মধ্য রমজানে এসে চাহিদা কমায় এখন আবার সামান্য কমতে শুরু করেছে কিছু কিছু নিত্যপণ্যের দাম।
গেল সপ্তার তুলনায় এ সপ্তাহে কাওরান বাজারের পাইকারীতে কমেছে কিছু কিছু ভোগ্যপণ্যের দাম। পেঁয়াজ, রসুন থেকে শুরু করে অধিকাংশ নিত্যপণ্যের দাম নিম্নমুখী বলে জানান বিক্রেতারা।
তবে ক্রেতারা বলছেন, কয়েকটি পণ্যের দাম কিছুটা কমলেও এখনো অস্থিতিশীল সামগ্রিক বাজার পরিস্থিতি।
এদিকে, গ্রীষ্মকালীন সবজির দাম কিছুটা স্থিতিশীল হলেও মাছের দাম আগের তুলনায় বেড়েছে। এ নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে আনতে বাজার মনিটরিং আরো জোরদার করে অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।