স্বস্তি ফিরেছে সবজির বাজারে
- আপডেট সময় : ০৬:২৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে সপ্তাহে ব্যবধানে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। কোনোভাবেই কমছে না মুদিপণ্যের দাম। আবারো বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। ঊর্ধ্বমুখী তালিকায় রয়েছে মাছ, মাংস, ডিম, মুরগীর দামও। এদিকে আমদানির পরেও কোনোভাবেই কমছে না চালের দাম। ব্যবসায়ীদের অভিযোগ সিন্ডিকেট করে চালের দাম বাড়িছে মিল মালিকরা।
বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরোর তথ্যমতে, খাদ্যপণ্য ও জ্বালানির দামের কারণে মূল্যস্ফীতি এক বছরের ব্যবধানে সর্বোচ্চ ৩১ শতাংশ বেড়েছে। মানুষের জীবনযাত্রায় ব্যবহৃত ১১টি নিত্যপণ্যের দাম উর্ধ্বমুখী।
সরবরাহ ভালো থাকায় রাজধানীর বাজারে কমেছে সবধরনের সবজি দাম। সপ্তাহের ব্যবধানে ৮০ টাকার কাঁকরোল ৫০, ১৩০ টাকার টমেটো ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগের বৃষ্টিপাত বাড়িয়েছে কাঁচামরিচের ঝাঁজ। ৪০ টাকার মরিচ ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
সপ্তাহ ঘুরে ৬০ টাকা বেড়েছে আদার দাম। বিক্রি হচ্ছে ১৮০ টাকা। ৩ টাকা বেড়ে প্যাকেট আটা মিলছে ৬০ টাকায়। ৫ টাকা করে বেড়েছে পেঁয়াজ ও রসুনের দর।
খোঁড়া যুক্তিতে বাড়তি দরে আজও কিনতে হচ্ছে ডিম। ডজন ১৪০ থেকে ১৪৫ টাকা। একই অযুহাতে কমছে না মুরগীর দামও৷
ভক্সপপ
এক মাসে চালের দাম বেড়ছে প্রতি কেজি ১০ থেকে ১৫ টাকা। নন-বাসমতি সেদ্ধ চাল ৮১ হাজার টন এবং আতপ চাল ১৯ হাজার টন আমদানির অনুমতি দিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এরপরেও লাগাম বসছে না চালের দামে।
ভক্সপপ
ঊর্ধ্বমুখী দেশি মাছের বাজারে দাম কমার কোন লক্ষ্মণ নেই। নদীর ইলিশের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০০ টাকা করে। গরুর মাংসের প্রতিকেজি ৭২০ এবং খাসির মাংস ৯৫০ টাকা।
ভক্সপপ
তেল, চিনিসহ মুদিপণ্যের দাম অপরিবর্তিত রয়েছে।