স্বাধীনতাবিরোধীরা পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করেছেঃ প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৫১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
স্বাধীনতাবিরোধী ,পাকিস্তানের পরাজিত শক্তির দোসররাই পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘাতক আর পরিকল্পনাকারীদের বেঈমানীর খেসারত দিয়েছে পুরো জাতি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার আদর্শ নিয়েই আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনা করছে বলে জানান বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির এ আলোচনা সভা। ডিজিটাল প্লাটফর্মে এ আলোচনায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
শোক থেকে শক্তি , শোক থেকে জাগরণ শিরোনামের এ আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, যারা স্বাধীনতা চায়নি তারাই বঙ্গবন্ধু আর জাতির সাথে বেঈমানী করেছে এবং এ নারকীয় হত্যাকান্ড ঘটিয়েছে।
যুদ্ধবিধস্ত দেশকে পুনর্গঠনে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হলে দেশ অনেক আগেই উন্নত দেশের কাতারে সামিল হতো বলে দাবি করেন আওয়ামী লীগ সভাপতি।
বঙ্গবন্ধুকন্যা বলেন, জাতির পিতার রক্তের ঋণ শোধ করতে হবে। আর এ লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছে সরকার।