স্বাধীনতাবিরোধী ও তাদের প্রভুরা এখনও দেশের ষড়যন্ত্রে লিপ্ত আছে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
যুদ্ধাপরাধী, স্বাধীনতাবিরোধী ও তাদের প্রভুরা এখনও দেশের ষড়যন্ত্রে লিপ্ত আছে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, জনগণের কথা চিন্তা করে তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না দেয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন ন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের শহীদদের স্মরণে কৃষিবিদ ইনস্টিটিউশনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ১৫ আগস্ট যারা আপনজন হারিয়েছি, তাদের বিচার চাওয়ার অধিকার ছিলো না। বঙ্গবন্ধুকে হত্যার পর অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করা হয়। বঙ্গবন্ধুর খুনিদের পুরষ্কৃত করে জিয়াউর রহমান আর খালেদা জিয়া সংসদে বসিয়েছিলেন এমন অভিযোগও করেন সরকার প্রধান। এসময় ১৫ আগষ্ট জাতির জন্য এক কালো অধ্যায় উল্লেখ করে জাতির পিতার রক্তের ঋণ শোধ করতে হবে বলে জানান শেখ হাসিনা।