স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাই বিএনপির গণতন্ত্র : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:১১:০১ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাই বিএনপির গণতন্ত্র। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টের কোনো অপচেষ্টা করলে সরকার সমুচিত জবাব দেবে। এদিকে পল্টনে বাসে আগুন ও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মদদদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সকালে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
কক্সবাজারে নৌবাহিনীর শেখ হাসিনা ঘাঁটি সংযোগ সড়কের নির্মাণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় বিএনপি আবার জ্বালাও পোড়াও রাজনীতিতে ফিরে গেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জনগণ আন্দোলনে সাড়া না দেয়ায় প্রতিশোধ নিতে আবারও আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি।
তিনি বিএনপির প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, কর্মসূচির নামে জনগণের শান্তি ও স্বস্তি বিনষ্টের কোন অপচেষ্টা করলে সমুচিত জবাব দিবে সরকার।
সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে রাঙ্গুনিয়ায় দরিদ্রদের মাঝে গরুর বাছুর বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিদেশে টাকা পাচারকারী সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তির নাম-ঠিকানা ১৭ ডিসেম্বরের মধ্যে দাখিলে হাইকোর্টের নির্দেশনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, হাইকোর্টের নির্দেশনাটি দুর্নীতি দমন ও অর্থ পাচারকারীদের দমনে সহায়ক হবে।