স্বাধীনতার পঞ্চাশ বছরেও শোষণ ও বৈষম্যহীন দেশ পায়নি মানুষ : জিএম কাদের
- আপডেট সময় : ০৭:৫৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও শোষণ ও বৈষম্যহীন দেশ পায়নি মানুষ।তিনি আরও বলেন, স্বাধীনতার মূল চেতনা ছিলো শোষণ ও বৈষম্যহীন সমাজ গঠন। অথচ, আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে স্বাধীনতার মূল চেতনা থেকে দেশকে দূরে সরিয়ে দিয়েছে।
গণফোরামের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোঃ সিরাজুল হক জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জিএম কাদের এসব কথা বলেন।তিনি আরও বলেন, স্বাধিকার আন্দোলন থেকে স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে গৌরবজ্জ্বল বিজয়। শোষণ ও বৈষম্যহীন সমাজ গড়তে সংবিধানের চারটি মূলনীতি গ্রহণ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, সেই চার মূলনীতি থেকে দূরে সরে গেছে দেশ। জিএম কাদের বলেন, সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, তাই গণতন্ত্র আর নেই। আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং দলীয়করণ করেছে। দেশে সামাজিক ন্যায়বিচার আর নেই।