স্বাধীনতার ৪৯ বছর পর ভারত থেকে রেল কোন্টাইনারে আমদানি বানিজ্য শুরু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
স্বাধীনতার ৪৯ বছর পর প্রথমবার ভারত থেকে রেল কোন্টাইনারে আমদানি বানিজ্য শুরু হয়েছে।
আজ প্রথম কন্টেইনারবাহী ট্রেনটি ভারতের কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার ৫০টি সাইটডোর কন্টেইনারে পি এন্ড জি বাংলাদেশ লিমিটেডসহ মোট আটটি কোম্পানির ৬৪০ টন পণ্য নিয়ে বেনাপোলে এসেছে। বেলা ১২ টায় বেনাপোল রেলওয়ে ষ্টেশনে পন্যবাহী ট্রেনটি পৌছায়। পন্য চালানটি বেলা ১২ টায় সময় বেনাপোল রেলওয়ে ষ্টেশনে পৌছালে তারপর সেখান থেকে বেনাপোল স্থল বন্দরে পন্য খালাসের জন্য পাঠানো হয়। কোলকাতার মমিনপুর হতে গত ২৪ জুলাই ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসে।