স্বাধীনতা আর ভাষার মর্যাদা যে কোন মূল্যে রক্ষা করা হবে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:৩৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
রক্তের অক্ষরে ভাষার মর্যাদা রক্ষা করেছিল যারা, তাদের হাত ধরেই এসেছে স্বাধীনতা। তাদের সেই আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লাখো শহীদের রক্তে পাওয়া স্বাধীনতা আর ভাষার মর্যাদা যে কোন মূল্যে রক্ষা করা হবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
ভাষা আর অধিকারের প্রশ্নে আপোষহীন যেসব সূর্য সন্তানের আত্মত্যাগের বিনিময়ে বাংলা আজ রাষ্ট্রভাষা– যাদের শ্রম আর রক্তে ২১ ফেব্রুয়ারী পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা– তাদের স্মরণে আওয়ামী লীগের এই আলোচনা সভা।ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এ আলোচনায় ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুকে বারবার ইতিহাস থেকে মুছে ফেলতে ব্যর্থ হয়েছে ষড়যন্ত্রকারীরা।
শেখ হাসিনা বলেন, যারা রক্তের অক্ষরে ভাষার মর্যাদা রক্ষা করেছিল, স্বাধীনতার বীজ বপণ করেছিল, তাদের সে ত্যাগ বৃথা যেতে দেয়া হবে না।প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র হিসেবে জাতির পিতা যে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই দেশের জাতিকে উন্নত জীবন দেয়ার ব্রত নিয়ে কাজ করছে আওয়ামী লীগ।সরকার প্রধান আরো বলেন, বৈশ্বিক মহামারী করোনা মোকাবিলায় টিকা নেয়ার পাশাপাশি সবাইকে স্বাস্থ্য সুরক্ষার সব নিয়ম মেনে চলতে হবে।