স্বাধীনতা কাপে কাল হবে দুটি ম্যাচ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
স্বাধীনতা কাপে কাল হবে দুটি ম্যাচ। ইসলামী ব্যাংক ইষ্ট জোনের মুখোমুখি হবে বিসিবি সাউথ জোন। সিলেটে ম্যাচ শুরু সকাল ৯টায়।
একই সময় একাডেমি মাঠে ওয়াল্টন সেন্ট্রাল জোনের বিপক্ষে লড়বে বিসিবি নর্থ জোন। জয় দিয়ে স্বাধীনতা কাপের মিশন শুরু করেছে নর্থ ও সেন্ট্রাল। সাউথ জোনকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী নর্থ জোন। আর ইষ্ট জোনের বিপক্ষে ২২ রানের জয়ে এগিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে নামবে মধ্যাঞ্চলের দলটি। জয়ের ধারা অব্যাহত রেখে এক ম্যাচ আগেই ফাইনাল নিশ্চিত করতে চায় নর্থ ও সেন্ট্রাল। অন্যদিকে, প্রথম ম্যাচে হারলেও শিরোপার রেসে টিকে থাকতে জয়ের ধারায় ফিরতে মরিয়া সাউথ ও ইষ্ট জোন।