স্বাধীনতা কাপ ক্রিকেটে কাল হবে দুটি ম্যাচ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১২ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
স্বাধীনতা কাপ ক্রিকেটে কাল দুটি ম্যাচ হবে। বিগ ম্যাচে সেন্ট্রালের মুখোমুখি হবে সাউথ জোন। একই সময় ইষ্ট জোনের বিপক্ষে লড়বে নর্থ জোন।
টানা দুই জয়ে এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে সাকিব-মোসাদ্দেকদের সেন্ট্রাল জোন। নিয়ম রক্ষার ম্যাচে তারা খেলবে সাউথের বিপক্ষে। ইনজুরির কারণে সাকিব না থাকায় কিছুটা চিন্তিত দল। ফাইনালে সাকিবের খেলা নিয়েও আছে ধোঁয়াশা। সুবিধা কাজে লাগিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় সাউথ জোন। অন্যদিকে, ফাইনালে যেতে ইষ্ট জোনের মুখোমুখি হবে নর্থ জোন। জিতলেই শিরোপার মঞ্চ নিশ্চিত হবে তাদের। ফাইনালে যাওয়ার সুযোগ আছে ইষ্ট জোনের। সে ক্ষেত্রে জয়ের বিকল্প নেই তাদের। টানা দুই ম্যাচেই হেরেছে ইসলামী ব্যাংক ইষ্ট জোন।