স্বাধীনতা কোন ব্যক্তির নয়, সমগ্র জাতির অর্জন : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৯:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
স্বাধীনতা কোন ব্যক্তি বা গোষ্ঠীর নয়– এটা সমগ্র জাতির ঐক্যবদ্ধ অর্জন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অথচ স্বাধীনতার ৫০ বছরে এসে ক্ষমতাসীনরা জাতিকে বিভক্ত করছে বলে অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুল বলেন, সুবর্ণ জয়ন্তী পালনের মধ্য দিয়ে বছরব্যাপী নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে নানা কর্মসূচি পালন করবে বিএনপি। প্রথমবারের মতো ৭ মার্চ পালনের উদ্যোগে নেয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ধন্যবাদের জবাবও দেন বিএনপি মহাসচিব। দুপুরে ঢাকার একটি হোটেলে গণমাধ্যমের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে গুলশানের একটি হোটেলে সম্পাদক ও মিডিয়া ব্যক্তিত্বদের সাথে মতবিনিময় সভা করে বিএনপি’র জাতীয় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি।
মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইতিহাস বিকৃতির সমালোচনা করেন দলটির সিনিয়র নেতারা । ডিজিটাল আইনে লেখক মোস্তাককে বন্দি রেখে হত্যার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেন তারা।
জাতীয় সুবর্ণ জয়ন্তীর উদযাপন কমিটির আহবায়ক ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরা হবে ।
জিয়াউর রহমানের খেতাব কেড়ে নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান মির্জা ফখরুল। রাজশাহী বিভাগীয় সমাবেশে বাধা দেয়ারও সমালোচনা করেন তিনি।
এবারই বিএনপি প্রথমবারের মতো ৭ মার্চ পালনের উদ্যোগ আওয়ামী লীগের ধন্যবাদের পাল্টা জবাব দেন তিনি।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকেও বিএনপির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন তিনি।