স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির বিষয়ে কোনো আপোষ নেই
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির বিষয়ে কোনো আপোষ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এ বিষয়ে সর্বস্তরের জনগণকে সচেতন করার আহ্বানও জানান তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করার পর এসব কথা বলেন ওবায়দুল কাদের। বাংলার মাটিতে স্বাধীনতাবিরোধীদের কারণে ৪৯ বছরেও স্বাধীনতা সুসংহত হয়নি বলেও মন্তব্য করেন তিনি।