স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০৮:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসে স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং পুলিশের আইজিপি ড. জাবেদ পাটোয়ারী।
সকাল সাতটা পনেরো মিনিটে রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা। এ সময় পুলিশের পক্ষ থেকে শহীদদের উদ্দেশ্যে সশস্ত্র সালাম প্রদর্শন করা হয় এবং বিউগলের করুণ সুর বাজানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পর পুলিশের মহাপরিদর্শক পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে, শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।