স্বাধীন বাংলাদেশে কোটার কোনো স্থান থাকবে না
- আপডেট সময় : ০৭:০৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ১৬১৬ বার পড়া হয়েছে
কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে দেশের বিভিন্ন জায়গায় আজও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলেন, স্বাধীন বাংলাদেশে কোটার কোনো স্থান থাকবে না। মেধার মূল্যায়ন করতে হবে। কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ঢাকা আরিচা মহাসড়ক বন্ধ করে অবরোধ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা । কোটা সংস্কারের পরিপত্র বহাল রাখার দাবিতে প্রায় এক ঘন্টা মহাসড়কে অবস্থান করেন তারা। ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা প্যারিস রোডের সামনে এসে জড়ো হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাবির প্রধান ফটকের সামনে মহাসড়কে উঠেন তারা। এতে সড়ক দিয়ে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। এসময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে সাড়ে বারোটার সময় মহাসড়ক ছেড়ে দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসে চলে যান শিক্ষার্থীরা। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে জব্বারের মোড়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ঢাকা হতে জামালপুরগামী আন্ত: নগর এক্সপ্রেস ট্রেনটি দুপুর একটা দশ মিনিট থেকে বিকেল তিনটা দশ মিনিট পর্যন্ত আটকে বিক্ষোভ করে। ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা । বেলা ১২ টা থেকে ৩টা পর্যন্ত তারা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পরে মহাসড়কে চলাচলকারীরা।