স্বাভাবিক হচ্ছে পার্বত্য জেলার পরিস্থিতি
- আপডেট সময় : ০৫:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬২৬ বার পড়া হয়েছে
পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত রাঙ্গামাটি ও খাগড়াছড়ির পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। প্রত্যাহার করা হয়েছে রাঙ্গামাটিতে জারি থাকা ১৪৪ ধারা। এদিকে রাঙ্গামাটিসহ পার্বত্য জেলায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। আর তিন পার্বত্য জেলায় চলছে ইউপিডিএফ এর ডাকে ৭২ ঘন্টার সড়ক অবরোধ। স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে রাঙামাটিতে শান্ত- সম্প্রীতি বৈঠক করেছে জেলা প্রশাসন। জোরদার করা হয়েছে সেনা টহল।
খাগড়াছড়িতে এক যুবককে পিটিয়ে হত্যার জেরে গত বৃহস্পতিবার থেকে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। শুক্রবার রাঙামাটি শহরে পাহাড়ি বাঙালি সংঘর্ষ ছড়িয়ে পড়লে দুই জেলায় নিহত হন চারজন, আহত হন শতাধিক। এসব ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রশাসন রাঙ্গামাটি শহরে ১৪৪ ধারা জারি করে। তবে ঘটনার তৃতীয় দিনে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারা।
ঘটনার প্রতিবাদে ইউপিডিএফ-এর ডাকে তিন পার্বত্য জেলায় চলছে ৭২ ঘন্টার সড়ক অবরোধ। অপরদিকে নিরাপত্তার দাবিতে রাঙামাটি জেলায় ধর্মঘট পালন করছেন পরিবহন মালিক শ্রমিক পরিষদ। যান চলাচল বন্ধ থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অন্যদিকে, দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সাজেকে কয়েকশ পর্যটক আটকা পড়েছেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটিয়ে জনজীবন স্বাভাবিক করতে প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানান জেলা প্রশাসক।
দুষ্কৃতিকারদের বিরুদ্ধে তদন্ত-পূর্বক দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পাহাড়ের বাসিন্দারা।