স্বাস্থ্যখাতসহ সব খাতের অনিয়ম ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবারও কঠোর হুশিয়ারি
- আপডেট সময় : ০৮:১১:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫২৬ বার পড়া হয়েছে
স্বাস্থ্যখাতসহ সব খাতের অনিয়ম ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবারও কঠোর ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে, তাই কাউকেই ছাড় দেয়া হবে না। সকালে নিজ বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগের জবাবে তিনি বলেন, যারা ক্ষমতায় থাকতে দুর্নীতির বিচার করেননি, তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে কথা বলা মানায় না।
রোববার সকালে করোনা পরিস্থিতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে নিজ বাসভবনে ব্রিফিং করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুরুতেই করোনার সংক্রমণ রোধে কোরবানির পশুরহাটের সংখ্যা কমানো জরুরী উল্লেখ করে তিনি বলেন, পশু বেচাকেনায় বিকল্প হতে পারে ডিজিটাল প্ল্যাটফর্ম।
করোনার নমুনা পরীক্ষায় দুটি প্রতিষ্ঠানের প্রতারণা বিষয়ে ওবায়দুল কাদের জানান, স্বাস্থ্যখাতসহ সব অনিয়ম ও দুর্নীতিবাজদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।
এছাড়া দুর্নীতি নিয়ে সরকারের বিরুদ্ধে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিভিন্ন সমালোচানার জবান দেন সেতুমন্ত্রী।
দেশের এই দুর্যোগ ও সংকট মোকিবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখতে সবাইকে আহ্বান জানান তিনি।